
দেশচিন্তা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শনিবার (১৩ সেপ্টেম্বর) শেষ দিন। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ হল ও নির্বাচন কমিশনের নির্ধারিত কেন্দ্রে ভিড় করছেন প্রার্থিতা প্রত্যাহারের জন্য।
রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচনী তফসিল অনুযায়ী সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর এখন প্রার্থিতা প্রত্যাহার পর্যায়ে এসেছে নির্বাচন প্রক্রিয়া।
এদিকে, কে থাকছেন, কে বাদ পড়ছেন-তা নিয়ে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা কাজ করছে। কয়েকটি প্যানেল থেকে অন্তর্দ্বন্দ্বের কারণে কিছু প্রার্থী শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রাকসু নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ভিপি, জিএসসহ মোট ২৫টি পদের জন্য ভোটগ্রহণ হবে।
নির্বাচন ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে।