আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শরীর গঠনে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে : মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমীর জননেতা মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। একই সাথে খেলাধুলা শরীর গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের, কোতোয়ালী থানার, আলকরন উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাইনাল খেলায় শহীদ আবু সাঈদ একাদশ ৩-২ গোলে শহীদ শান্ত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান, সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালি থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম প্রমুখ।

অধ্যক্ষ নজরুল ইসলাম জুলাইয়ের স্মৃতি স্মরণ করে বলেন, গত বছরের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ শাহাদাত বরণের পরে চট্টগ্রামে ওয়াসিম আকরাম ও ফয়সাল হোসেন শান্ত শাহাদাত বরণ করেন। তাদের শাহাদাতের বিনিময়ে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশের মানুষ আজ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। আমরা শহীদদের আত্মত্যাগ কে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আকাঙ্খাকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়তে চাই।
এস এম লুৎফর রহমান বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে শরীর ও মন সতেজ থাকে। আজকে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সাথে যুবকদের চারিত্রিক ও নৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাব। এই যুবসমাজেই আগামীর বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।

এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা সেলিম রেজা, রেজাউল করিম মুরাদ, জাহিদুল ইসলাম তুহিন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড সভাপতি রিয়াজুদ্দিন, আলকরণ ওয়ার্ড় পশ্চিম শাখা সাধারণ সম্পাদক নূরুল আবছার। তামাকুমন্ডি লেইন বনিক সমিতির ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, ওয়ার্ড় সাধারণ সম্পাদক মাহমুদুল হক, হেলাল উদ্দিন, মো. আলমগীর, এস এম ইউছুফ, ইয়াছিন আরফাত, জমির উদ্দিন, নূরুল ইসলাম, মিজবাহুল কবির রিয়াদ ও এস এম শাহাদাত প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ