আজ : মঙ্গলবার ║ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শুভ জন্মদিন রঞ্জিতা

বাংলাদেশি চলচ্চিত্রে এক গানেই যিনি তারকা খ্যাতি পেয়েছিলেন, তিনি হলেন চিত্রনায়িকা **রঞ্জিতা** (আসল নাম *কনা*)।
১৯৭০ সালের ৪ মার্চ তিনি জন্মগ্রহণ করেন।

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ঢাকা–৮৬ ছবির সেই জনপ্রিয় গান—
“পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ভেঙে যায় যাক তার করি না ভয়।”
গানটির মাধ্যমে রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নেন রঞ্জিতা।

এরপর তিনি একে একে অভিনয় করেন রাজা মিস্ত্রী, জ্বিনের বাদশা, জুলুমবাজ, মরন লড়াই, ক্যারাটি মাস্টার, কুংফু কন্যা, প্রেমিক রংবাজসহ বহু ছবিতে।

আজ এই তারকার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 💐
শুভ জন্মদিন রঞ্জিতা , আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ