আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিন্ডিকেটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি চবি শিবিরের

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভায় পাসকৃত সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির চবি শাখা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে চবি সভাপতি মোহাম্মদ আলী বলেন, স্থানীয় বাসিন্দাদের হামলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। আমাদের আজকে সমবেত হওয়ার কারণ হচ্ছে–গতকাল সিন্ডিকেট সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমরা দাবি জানিয়েছিলাম, সংঘর্ষের ঘটনায় তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য। সিন্ডিকেটে সেই দাবি পাস হয়েছে। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরে ২০টি সংঘর্ষ হয়েছে। কিন্তু কোনো প্রশাসনই কার্যকরী সমাধান করতে পারেনি। আমরা ভেবেছিলাম, এই প্রশাসন তা পারবে। কিন্তু তারাও তা পারেনি। সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।

প্রসঙ্গত, চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মোট ১৩টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ