আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জেলের জালে ২ কেজির ইলিশ, ৬ হাজার টাকায় বিক্রি

দেশচিন্তা ডেস্ক: পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে দেলোয়ার মাঝি (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মহিপুরের মনোয়ারা মৎস্য আড়তে তিনি নিলামের মাধ্যমে ৬ হাজার ৯০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে দেলোয়ার মাঝি জানান, গত সোমবার তিনি ১৮ জন জেলেসহ এফবি মা নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরের জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে ইলশটিও তার জালে উঠে আসে। বড় সাইজের ইলিশটি পাওয়ায তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ক্রেতা ছগির আকন জানান, আজ সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটি মৎস্য আড়তে নিয়ে আসেন। নিলামে ১ লাখ ১৬ হাজার টাকা মণ দরে ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি অত্যন্ত সুখবর। এর আগেও বড় সাইজের ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়েছে। নিয়মকানুন মেনে জেলেরা মাছ শিকার করলে ভবিষ্যতে তাদের জালে আরো বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়তে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ