আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহেশখালীতে অস্ত্র কিনে ফেরার পথে দুই নারীসহ আটক ৩

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ তিনজন অস্ত্রধারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশখালী থানা পুলিশের এক আভিযানিক দল পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হক।

গ্রেফতার হলেন— সদরের লিংকরোড় বিসিক এলাকার মৃত লোকমান হাকিমের স্ত্রী গোলবাহার খাতুন (৬৫), পৌরসভার দক্ষিণ পাহাড়তলী এলাকার সাইফুল ইসলাম (২৫) এবং সদরের আলীর জাহাল এসএম পাড়ার বাসিন্দা মৃত সুলতান আহম্মদের স্ত্রী দিলবার বেগম (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র কিনে মহেশখালী থেকে কক্সবাজার শহরে ফিরছিলেন তারা। গোপন খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

ওসি মনজুরুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক নিয়ে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ