দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ তিনজন অস্ত্রধারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশখালী থানা পুলিশের এক আভিযানিক দল পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হক।
গ্রেফতার হলেন— সদরের লিংকরোড় বিসিক এলাকার মৃত লোকমান হাকিমের স্ত্রী গোলবাহার খাতুন (৬৫), পৌরসভার দক্ষিণ পাহাড়তলী এলাকার সাইফুল ইসলাম (২৫) এবং সদরের আলীর জাহাল এসএম পাড়ার বাসিন্দা মৃত সুলতান আহম্মদের স্ত্রী দিলবার বেগম (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র কিনে মহেশখালী থেকে কক্সবাজার শহরে ফিরছিলেন তারা। গোপন খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
ওসি মনজুরুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক নিয়ে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.