
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের লাঞ্ছিতকরণ, জোরপূর্বক পদত্যাগে বাধ্যকরণ ও সন্ত্রাসী হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় সহ-সভাপতি রণজিৎ কুমার নাথ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গনী, সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, সহ-সভাপতি আবু তাহের ও আবুল কালাম, দপ্তর সম্পাদক প্রণতোষ নাথ, সহ প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফিরোজ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক এ এইচ এম সৈয়দ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সরকার, দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন। উপজেলা ও থানা শাখার মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা শাখার সভাপতি মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক অজিত কুমার ধর, চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসান, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আহসান উদ্দীন, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সফিউল আলম, সাধারণ সম্পাদক মকসুদুল করিম, ফটিকছড়ি (উত্তর) উপজেলা শাখার সভাপতি আবদুল মমিন মজুমদার প্রমুখ। শিক্ষক নেতৃবৃন্দ এ সময় শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, শিক্ষক সমাজকে অপমান বা লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে তদারকি করব।