
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন (১ সেপ্টেম্বর) সোমবার বিকেল তিনটায় বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪৩ তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি রাহবারে বায়তুশ শরফ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ।
মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত আরব সমাজকে খোদায়ী নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। গোটা মানব সমাজকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন। তিনি ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য অনুপম আদর্শ। রাহবারে বায়তুশ শরফ বলেন, মহানবী (সা.) এর অনুপম আদর্শের আলোকে একটি আলোকিত জাতি গড়তে বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) প্রতিষ্ঠা করেছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা।
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিজ্ঞান মনস্ক শিক্ষার মাঝে সমন্বয় সাধন করে গতানুগতিক মাদ্রাসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী করার সুমহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। দ্বীনি ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার অনন্য প্রতিষ্ঠান হিসেবে ব্যতিক্রমধর্মী ও স্বতন্ত্র মহিমায় ভাস্বর বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার সুনাম-সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে। বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় বিগত ৪১ বৎসরে সযত্নে তৈরি হয়েছে শত শত ওলামা, মুফতি, মুফাচ্ছির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, লেখক, বক্তা ও দায়ী ইলাল্লাহ, যারা এখন দেশ-দেশান্তরে স্ব স্ব পরিমন্ডলে ফুলের সুবাস ছড়াচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ বক্তা ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান। বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয় দিবসে অনুষ্ঠিত হবে তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের পরিবেশনায় পাখপাখালির আসর।