আজ : মঙ্গলবার ║ ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার ২৫ হাজার ৮৬৬

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রস্তুত সম্পন্ন হয়েছে। এতে তালিকাভুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, আজকেই খসড়া ভোটার তালিকা চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমরা চাকসুর মোট ২৫ হাজার ৮৬৬ জন ভোটারকে তালিকাভুক্ত করেছি। বিভাগ থেকে অনেক সময় ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের এলোমেলো সংখ্যা আসে। এজন্য আগে আমরা একটি খসড়া তালিকা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমাদের মোট ভোটার সংখ্যা ঠিক আছে। তবে ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাগত পরিবর্তন আসলে আসতেও পারে। কেননা অনেক সময় বিভাগ থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর এলোমেলো নাম্বার আসে। আমরা পুনরায় চেক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।

চাকসু নির্বাচনে তালিকাভুক্ত হওয়া ২৫ হাজার ৮৬৬ জন ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১ এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৫।

উল্লেখ্য, চাকসুর নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশের কথা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ