আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনীও কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিন্তা ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সফর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, “নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আরও একটি ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশসহ অন্যান্য বাহিনীও প্রশিক্ষণ পাবেন।”

তিনি আরও জানান, এবার কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইলে থাকবে, আর নৌ ও বিমান বাহিনীসহ এপিবিএন সদস্যরা তাদের সহায়তা করবেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার ঘটনাকে তিনি “দুর্ভাগ্যজনক” উল্লেখ করেন এবং বলেন, “সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

সাম্প্রতিক সময়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যোগ্য এবং ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। অস্থিরতার সঙ্গে কোনো তৃতীয় পক্ষ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হবে।”

৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা রয়েছে। কেউ যদি তথ্য দেয়, তাকে পুরস্কৃত করা হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

সিলেটের সাদাপাথর লুটপাট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; অসত্য হলে দুদকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে তিনি সকালে বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর এবং সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ