আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সেন্টমার্টিন থেকে ফের ১৮ জেলেকে আটক করলো আরাকান আর্মি

দেশচিন্তা ডেস্ক: মিয়ানমারের আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগর সেন্টমার্টিন অংশ থেকে ৩টি ট্রলার ও ১৮ জন জেলেকে আটক করে নিয়ে গেছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম ও পূর্ব দিকে সাগরের অংশ থেকে তাদের আটক করা হয়েছে।

সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম ও পূর্ব সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এসময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে বাংলাদেশি মালিকানাধীন সেন্টমার্টিন দ্বীপের ৩টি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। ট্রলার ৩টি সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রত্যেক ট্রলারে ৬ জন করে জেলে ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, সাগর থেকে আবারও আরাকান আর্মি সদস্যরা জেলেদের আটক করেছে শুনেছি। তবে মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক হতে হবে। এ ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এর আগে আগস্ট মাসে আরও ৫২ জন জেলেকে আরাকান আর্মি আটক করেছে। সর্বশেষ ১৮ জনকে আটকের মধ্যদিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। তাদের কাউকেই এখনো ছাড়া হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ