আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোনো অন্যায়-অত্যাচারীকে দলে রাখা যাবে না: মেয়র ডাঃ শাহাদাত হোসেন

দেশচিন্তা ডেস্ক: ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য এ ধরনের হামলা আরও হতে পারে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন আমির ফোরকানিয়া মাদ্রাসা মাঠে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র যাতে দানা বেঁধে না ওঠে সে জন্য সতর্ক থাকতে হবে। কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাবধানে কাজ চালিয়ে যেতে হবে।

ত্যাগী কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, অতিথি পাখিরা দুঃসময়ে উড়াল দেবে, কিন্তু বিএনপির প্রকৃত কর্মীরা দেশ ও কর্মীদের ছেড়ে যাবে না। গত ১৬ বছরে বিএনপির কোনো কর্মী চরিত্র হারায়নি, আওয়ামী লীগে যোগ দেয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

ধানের শীষের পক্ষে জনসমর্থন প্রসঙ্গে তিনি বলেন, এখন ধানের শীষের জোয়ার উঠেছে। এই ধারা ধরে রেখে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। কোনো অন্যায়-অত্যাচারীকে দলে রাখা যাবে না।

অটোরিকশা ইস্যুতে মেয়র বলেন, সিটি করপোরেশনের কাজ ময়লা পরিষ্কার, নালা সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্নয়ন করা। অটোরিকশার অনুমতি দেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের নয়, এটি বিআরটিএ ও ট্রাফিক বিভাগের বিষয়।

তিনি জানান, অতীতে অটোরিকশার জন্য তিনি সুপারিশ করেছিলেন অলিগলি পর্যন্ত সীমিত রাখার শর্তে। কিন্তু এখন তা রাস্তায় চলায় দুর্ঘটনা বাড়ছে, শিশু চালকরাও যুক্ত হচ্ছে, যা উদ্বেগজনক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু।

এছাড়া বিএনপি নেতা নাজমুল হক নাজু, রেজিয়া বেগম মুন্নী, নুরুল আলম কালু, ইয়াকুব খান, আবদুল মান্নান, জাকের হোসেনসহ ওয়ার্ড ও নগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ