
দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়িতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে দেড় বছরের সন্তানকে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর এলাকার শান্তি নগর গ্রামের ভাড়া বাসা থেকে মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়।
নিহত তহিদুল আলম আভানের বাবা একটি ওষুধ কোম্পানীর বিপণন কর্মকর্তা। গত শুক্রবার বিপণন কাজে বাড়ির বাইরে থাকলে রাতের কোন এক সময় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সন্তানকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে মা সাবিনা ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন বলা হলেও নিশ্চিতে ডাক্তারি পরীক্ষা করা হবে বলছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। হত্যার পেছনে কি কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
পড়েছেনঃ ১৫