আজ : শনিবার ║ ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে বরণ ও বিদায়

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিএ (অনার্স) ৪৬তম ব্যাচের বরণ এবং ৩৯তম ব্যাচের বিদায় উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(২৮ আগস্ট), বৃহস্পতিবার, সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিদায়ের অর্থ এটা নয় যে, পড়ালেখার সমাপ্তি ঘটে গেছে। আমি শিক্ষক। আমার শিক্ষকতার বয়স অনেক বছর। কিন্তু আমি এখনও আমার পরিবার থেকে, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রতিদিন, প্রতি মুহূর্তে শিখে চলেছি। বস্তুত মানুষকে সারাজীবন ধরেই শিখতে হয়। বিদায়ী শিক্ষার্থীদেরও প্রতিনিয়ত শিখতে হবে ও ভবিষ্যত জীবন সুন্দরভাবে গঠন করতে হবে, উন্নতির লক্ষ্যে পৌঁছুতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চমৎকার একাডেমিক পরিবেশ বিদ্যমান। কিন্তু এটা শুধু পড়ালেখার জন্য নয়, সুশিক্ষিত ও মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বের হওয়া অনেক নিকৃষ্ট লোক দেখেছি। আমি চাই, তোমরা ভালোভাবে পড়ালেখা করবে এবং প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে।

সম্মানিত অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, পৃথিবীতে আনন্দ ও দুঃখ, হাসি ও কান্না আছে। শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক সাহিত্যিক এসব নিয়ে লিখে গেছেন। আজকের বিদায়ী শিক্ষার্থীরা যখন এই বিভাগে ভর্তি হয়েছিল, তখন থেকে পুরো অধ্যয়নকালে তারা হেসেছে ও আনন্দ করেছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়, এই বিভাগ থেকে চলে যেতে আজ তাদের খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’। ভবিষ্যত জীবনে সফলতা অর্জন করতে তাদের অবশ্যই যেতে হবে। তিনি ইংরেজি বিভাগের শিক্ষাকার্যক্রম ও শিক্ষকদের প্রশংসা করে নবীন শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দীন বলেন, ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা আজ দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে থেকে দেশ নির্মাণে অংশগ্রহণ করছেন। এটি বিভাগের জন্য গৌরব ও অহংকারের বিষয়।

আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার ড. আবদুর রহিম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, কোহিনুর আকতার, রুমানা চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক ফাউজুল কবির, সারাহ ঈশিতা, শান্তনু দাশ ও সৈয়দা সালমা আকতার। উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস এবং ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিশমা ও তাসবিউল-বিন-দৌলা।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ