
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন এ প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট পাঁচ হাজার ১৯টি টিইইউএস (কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি কনটেইনার দুই হাজার ১০১টি এবং রপ্তানি কনটেইনার দুই হাজার ৯১৮টি। যা বন্দরের ইতিহাসে একদিনে সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।
গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, সমন্বিত ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতির প্রয়োগের ফলে জাহাজ থেকে ডেলিভারি গেট পর্যন্ত প্রতিটি ধাপ দ্রুত শেষ করা সম্ভব হচ্ছে।
তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
এর আগে ২৬ আগস্ট প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়। একই সময়ে পূর্বের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।