
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার চৌমুহনী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করলেও অভিযুক্ত শাকিল ও তার সহযোগীরা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। উপস্থিত শাকিলের কোমরে সন্দেহজনক বস্তু দেখা গেলে তল্লাশির চেষ্টা করা হয়।
শাকিল দৌড়ে পালিয়ে যায় এবং ধাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সুযোগে তার সহযোগীরাও পালিয়ে যায়। তবে পুলিশের অভিযান শেষে শাকিলের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
ওসি নুর আহমদ বলেন, অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পড়েছেনঃ ২৪