আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন ট্রাজেডি: তৌফিক নামের আরও একজন শিক্ষার্থীর ছাড়পত্র

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তৌফিক হোসেন(১৩) নামে এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সে মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে বিষয়টি জানান জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান।

তিনি জানান, আজ দুপুরের দিকে বিমান বিধ্বংসের ঘটনায় দগ্ধ তৌফিক নামে এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শরীরে ৯ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে আমাদের এখানে ১৮ জন ভর্তি আছে। সুস্থ অবস্থায় ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

মাইলস্টোন ট্রাজেডিতে বিমানের পাইলট, শিক্ষিকা ও শিক্ষার্থীসহ মোট ৩৪ জনের মৃত্যু হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন শতাধিক। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ