
দেশচিন্তা ডেস্ক: আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পর্যটন উপদেষ্টা বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হলে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আগমন বাড়বে বিদেশী পর্যটকদের। বেশ কিছুদিন ধরে ডোমেস্টিক ফ্লাইট বন্ধ রেখে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এমন খবর ছড়িয়েছে। কিন্তু এটি ভুল খবর। আন্তর্জাতিক মানে উন্নতি করা গেলে স্বাভাবিকভাবে সব ফ্লাইট চলাচল করবে।
কক্সবাজার যেহেতু মাদক-চোরাচালানের জন্য আলোচিত, সে ক্ষেত্রে আন্তর্জাতিক মানে ফ্লাইট চালু হলে তার ঝুঁকি কতখানি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে মাদক চোরাচালান বা নিরাপত্তায় আগে যেমন ছিল, আন্তর্জাতিক মানের বিমান চলাচল শুরু হলে ঠিক তেমনি নিরাপত্তা জোরদার থাকবে।” বলেন উপদেষ্টা।
উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, গত সরকারের আমলে বেশিরভাগ প্রকল্পে অনিয়মের কথা শোনা গিয়েছে। কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে। অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা করেছে। তাদের তদন্ত কাজ যেমন চলমান রয়েছে, তেমনি দেশের মানুষের স্বার্থে জনগণের জন্য আমাদের এসব কাজ শেষ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। প্রকল্প পরিচালক ইউনূছ ভূঁইয়া, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্যরা।