
০৫নং মোহরা ওয়ার্ডের মধ্যম মোহরা মল্লর বাড়িতে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।
২৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত গীতা রানি ঘোষ এর ছেলে লক্ষণ ঘোষ সহ পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা প্রদান করেন। তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেন এবং এই কঠিন বিপদে তাদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান।
এসময় আবু সুফিয়ান বলেন, ‘আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়। প্রিয়জন হারানোর বেদনা সহ্য করা কারোও পক্ষে সম্ভব নয়। মহান সৃষ্টিকর্তার কাছে নিহতের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
এসময় উপস্থিত ছিলেন ০৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন দানু, বিএনপি নেতা মানিক চেীধুরী, নুরুল আমিন, নুরুল আলম লিটন, সেকান্দর সেরু, মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জমির আহমেদ মানিক, শহীদুল ইসলাম বাদশা, মো. ইব্রাহীম, মোহরা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন, মো. ছাবের, মো. জামাল, আজিজ, জাহাঙ্গীর আলম বাবলু, জয়নাল আবেদীন, মো. রবিউল, জিসান, রিয়াদ, সুমন, নাছির সও., জামাল, বায়েজীদ, সায়মন, সুজন, রিয়াদ, রিপন, সুমন, দিদার, মামুন, রুমন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট (সোমবার) গভীর রাতে মধ্যম মোহরা মল্লর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংগঠিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান গীতা রাণি ঘোষ (৬৫)। এতে আরও অগ্নিদগ্ধ হন গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ষোষ (৪৯), বিপ্লবের স্ত্রী কণা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। বুধবার ভোরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিহত গীতা রানি ঘোষের নাতনি, সেন্ট প্লাসিড বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শশী ঘোষ (১০)। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।