
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য চ্যানেল আই কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর ১১ তম শাহাদাত দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনা কোতোয়ালী থানা শাখার আলোচনা ও মিলাদ মাহফিল (২৭ আগস্ট) বুধবার বিকাল ৫টায় নগরীর শাহ আমানত (রহ.) এতিমখানা প্রাঙ্গণে সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দস্তগীরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী। প্রধান আলোচক ছিলেন সারা বাংলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত মুরশিদাবাদ জেলার সম্পাদক মাওলানা মুহাম্মদ মেহের আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিশে শুরা সদস্য শাহ ফাইজুল কবির বদরী নিলফামারী, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদুল ইসলাম সুমন। উপস্থিত ছিলেন ৩৫নং ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নওয়াব আলী, যুবসেনা কোতোয়ালী থানার সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর কেটে গেলেও প্রশাসন এখনো পর্যন্ত তালিকাভুক্ত ভ্রান্ত মতবাদী জঙ্গি গোষ্ঠির আসামিদের বিচারের আওতায় আনতে পারেনি। ফারুকী হত্যাকান্ডের বিচার না হওয়া জাতির জন্য লজ্জাজনক অধ্যায়। বিগত সরকার এই হত্যাকারীদের ব্যাপারে কোন পদক্ষেপ নেইনি। মামলার চার্জশিট দেয়নি। বিচার বিলম্বিত করে তাদেরকে লালন করেছে। জননী হিসেবে সন্তানদের সুরক্ষা দিয়েছে। আর সুন্নি মুসলমানদের বিচারের দাবীকে অগ্রাহ্য করে চলেছে। প্রতি ঘরে ঘরে সুন্নিয়তের কর্মীদের আর্দশিক দূর্গ গড়ে তোলায় হবে ফারুকী হত্যাকান্ডের সর্বোচ্চ বিচার। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগষ্ট ঢাকা রায়ের বাজার নিজ বাস ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, হাইকোর্ট জামে মসজিদের খতিব, জননন্দিত মিডিয়া বক্তিত্ব, শহীদে মিল্লাত আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী’কে নির্মম ভাবে হত্যা করা হয়।