আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বতন্ত্র ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, যা বললেন প্রক্টর

দেশচিন্তা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে। ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী রবিউল হককে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

প্রক্টর জানান, হল প্রশাসন বাদী হয়ে অভিযুক্ত জালালের বিরুদ্ধে থানায় মামলা করেছে। “এখন মামলাটি প্রচলিত আইন অনুযায়ী অগ্রসর হবে,” বলেন তিনি।

তবে এ ঘটনায় জালালের ভিপি প্রার্থিতা বহাল থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রক্টরের ভাষ্য, “নির্বাচন কমিশন নিজেদের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।”

জালালের বিরুদ্ধে পূর্ববর্তী অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এছাড়া প্রভোস্টের পদত্যাগ দাবি সম্পর্কে প্রক্টর বলেন, শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানাতে পারবেন, এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বাগবিতণ্ডার জের ধরে জালাল তার রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। এ খবর ছড়িয়ে পড়তেই মুহসীন হলে উত্তেজনা সৃষ্টি হয়। দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী জালালের রুমের সামনে ভিড় করেন। অনেকে দরজা ভাঙার চেষ্টা করলে হল প্রভোস্ট ড. মোহাম্মদ সিরাজুল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কারের আশ্বাস দেন।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, এ ঘটনা ডাকসু নির্বাচনকেন্দ্রিক নয়, তাই নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ