
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের রামুতে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাউয়ারখোপ পশ্চিম মনিরঝিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান।
নিহত যুবকের নাম আমান উল্লাহ (৩০)। তিনি একই এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি তৈয়বুর রহমান বলেন, সোমবার (২৫ আগস্ট) রাতে আমান উল্লাহ খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। স্বজনরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সকালে বটতলী নাশিরমুখ স্থানে উঁচু একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, এসময় মৃতের পরিহিত শার্টের পকেট থেকে কম্পিউটারে টাইপ করে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে তার মৃত্যুর জন্য জনৈক তরুণীকে দায়ী করেছেন।
স্থানীয়রা জানান, জনৈক তরুণীর সঙ্গে আমান উল্লাহর প্রেমের সম্পর্ক ছিল। তবে এটি প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
ওসি তৈয়বুর রহমান জানান, ঘটনাটি কি কারণে ঘটেছে তা নিশ্চিত নয় এবং রহস্য উদ্ঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।