আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পদ্মার এক কাতল বিক্রি হলো ৩২ হাজার টাকায়

দেশচিন্তা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৩২ হাজার ৩০০ টাকায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) ১৯ কেজি ওজনের ওই কাতলটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। এর আগে ওই দিন (গতকাল) ভোর ৫টার দিকে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার শিরিমপুরচর এলাকায় পদ্মায় কাতল মাছটি ধরা পড়ে জেলে বক্কার হোসেনের জালে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘জেলে বক্কারের কাছ থেকে ১৯ কেজির কাতলটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে আমি কিনে নিই।

পরে অনলাইনে খুলনা বিভাগীয় শহরের সৌদিপ্রবাসী এক ঠিকাদারের কাছে ৩২ হাজার ৩০০ টাকায় কাতলটি বিক্রি করেছি। কাতলটি বিক্রিতে কেজিপ্রতি ১০০ টাকা লাভ হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ