আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ২০২০ সালের একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তানভীর মো. সজিব ও মোহা. হৃদয়। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন মো. আহসান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ গণমাধ্যমকে বলেন, ইপিজেড থানার ২০২০ সালের একটি হত্যা মামলায় আদালত দুইজনকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অন্যদিকে যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ