
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ২০২০ সালের একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তানভীর মো. সজিব ও মোহা. হৃদয়। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন মো. আহসান।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ গণমাধ্যমকে বলেন, ইপিজেড থানার ২০২০ সালের একটি হত্যা মামলায় আদালত দুইজনকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অন্যদিকে যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পড়েছেনঃ ৪৩