
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় কারা মহাপরিদর্শক জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে নতুন জনবলের অনুমোদন দিয়েছে সরকার। আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে।
তিনি বলেন, কোনো রকম আর্থিক লেনদেন ও অনিয়ম ছাড়াই নিয়োগ কার্যক্রম করা হয়েছে। ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেয়া হয়েছে।
‘কারাগারে বন্দিদের উৎপাদনমুখী করা হবে। বন্দি সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে’, যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি আরও জানান, ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।