আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী: শাহজাহান চৌধুরী

সাতকানিয়ায় মতবিনিময় সভায় আলহাজ্ব শাহজাহান চৌধুরী 
সাতকানিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই প্রথমে বাংলাদেশী। ধর্ম, বর্ণ ও গোত্রে ভিন্নতা থাকলেও আমাদের শরীরের রক্ত সবার লাল। তাই আমরা সকল নাগরিকের অধিকার সমুন্নত রেখে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী বাংলাদেশে কাজ করা যাচ্ছে ।”
তিনি গতকাল সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া মরফলা বাজার এলাকার কালিবাড়ি মন্দির মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফয়েজ, ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি সুনিল জলদাশ, ডা. মিলন কান্তি গুপ্ত ও সাবেক ইউপি সদস্য নির্মল কান্তি ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন সহ-সেক্রেটারি জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক নেতা মন্জুরুল আলম, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক ওমর ফারুক, মোহাম্মদ সৈয়দ, জসিম উদ্দিন ও সাদেক হোসাইন প্রমুখ।
ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার শেষে জেলে সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত কয়েকজন জেলের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ