
দেশচিন্তা ডেস্ক: তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে (ইসি) ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি নিয়ে শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের এ শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।
ঢাকা অঞ্চলের ২৭টি আসনের তিন শতাধিক দাবি আপত্তি আবেদন রয়েছে। এরমধ্যে পক্ষে বিপক্ষে অনেক আবেদনই একই ধরনের। সেক্ষেত্রে তাদের পক্ষে একজন কথা বলতে পারবেন।
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের ১৪টি আসনের শুনানি হবে। এসময় কমিশনের সামনে এসব আসনের সীমানা নিয়ে আপিলকারীরা যুক্তি তুলে ধরেন।
বিকেলে ঢাকার ১৩টি আসনের খসড়া সীমানার উপর আসা দাবি-আপত্তি নিষ্পত্তিতে শুনানি হবে।
আগামীকাল বুধবার (২৭ আগস্ট) শেষ হবে সীমানা নিয়ে শুনানি এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।