আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে দাঁতমারা হেঁয়াকো বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. বাবুল (৬০), আব্দুল মালেক অনু (৩৫) ও মো. শরিফ (২৮)। তাঁরা স্থানীয় নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে স্থানীয় বাজারে ‘চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয়দের ব্যানারে’ মানববন্ধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী বাহারের অনুসারিরা। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম। তাঁর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

তবে সহকারী কমিশনার ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরেই আজিম উল্লাহ বাহার ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। থেমে থেমে ধাওয়া–পাল্টা ধাওয়ার কারণে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবি। তারা এখনো সেখানে অবস্থান করছে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গতকাল এক প্রবাসীর বাড়িতে হামলার প্রতিবাদে আজ স্থানীয়দের একটি মানববন্ধন হয়। এ সময় ওই সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। আমি তখন পাশে একটি অভিযানে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাই, মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করি। এরপর ঘটনাস্থল ত্যাগ করে কিছুদূর যাওয়ার পর পুনরায় খবর পাই এখানে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ব্যানারে মানববন্ধন হলেও পরে সেখানে একটি রাজনৈতিক দলের দুটি পক্ষ জড়িয়ে যায়। এরপর আমি পুনরায় পুলিশ ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে যাই। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি না হয়।’

ভুজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন বলেন, ‘হেঁয়াকো এলাকায় দলীয় নাম ভাঙিয়ে কোনো অবস্থায়ই চাঁদাবাজি বরদাশত করা হবে না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার গণমাধ্যমকে বলেন, ‘ওখানে একটি পক্ষ আমাদের দলের নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজি করছিল। এটির প্রতিবাদে আজকে আমাদের স্থানীয় নেতাকর্মীরা একটি মানববন্ধন করে মিছিল নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয় এবং হামলা করে। পরে বিষয়টি আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এখানে ৫ আগস্টের পর অনেকেই আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হয়েছি।’

বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ধরনের কোনো কার্যক্রমে আমি জড়িত নই।’

ভুজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ