আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ৪ ড্রেজার বিকল, ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর ও নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৪টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ