আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্ধোধন ও আলোচনা সভা

দেশচিন্তা ডেস্ক: ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব মাতৃদুদ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, শিশুর স্বাস্থ্যর দায় দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পারে। শিশুর জন্মের প্রথম দুই বছর কোন অবহেলা করা যাবে না।

সিভিল সার্জন আরও বলেন, আমরা অশনী সংকের বিষ বপন করছি। মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। সুস্থ্য জাতি গড়তে প্রাকৃতিক প্রক্রিয়া মেনে চলি। এইজন্য মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। সুস্থ্য জাতি গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি চেম্বার অব কর্মাস ভবন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় জেলা তথ্য অফিসের উপ পরিচালক রাহুল বণিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক অনুতোষ চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্য চিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ