আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফার্নান্দেজের পেনাল্টি মিস, ফুলহ্যামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ইউনাইটেডের

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এখনও জয়ের দেখা পেল না ম্যানচেস্টার ইউনাইটেডে। মৌসুমের প্রথম ম্যাচ আর্সেনালের কাছে হারের পর, রোববার (২৪ আগস্ট) ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আমোরিমের দল।

ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। কুনিয়ার একটি শট বারে লেগে ফিরে আসে। নাহলে, শুরুতেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ নষ্ট করে রেড ডেভিলসরা। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড। তবে বল উপর দিয়ে মেরে দেন ব্রুনো ফার্নান্দেজ। গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয় হাফে আক্রমণের ধার আরও বাড়ায় ইউনাইটেড। তাতে ফলও আসে। ৫৮তম মিনিটে কর্নার থেকে হেড করেন ইউনাইটেড ডিফেন্ডার ইয়োরো। তবে তা ফুলহ্যামের ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে চলে যায়। আত্মঘাতী গোল থেকে লিড পায় আমোরিমের দল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৭৩ মিনিটে গোল করে ফুলহ্যামকে সমতায় ফেরান বলদি হিসেবে নামা এমিল স্মিথ রো। ম্যাচের শেষ দিকে হ্যারি ম্যাগুয়েরের একটি হেড বারে ঘেঁসে বাইরে বেরিয়ে গেলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে ম্যানইউ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ফুলহ্যাম।

দিনের আরেক ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। আর প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নটিংহ্যাম ফরেস্ট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ