আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম জনি (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, রোববার (২৪ আগস্ট) সকালে জনি মোটরসাইকেল নিয়ে বনরূপা থেকে তবলছড়ি যাওয়ার পথে ওভারটেকিং করতে গিয়ে ট্রাক-অটোরিকশার চাপে পরে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এসময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত জনি তবলছড়ি এলাকার ব্যবসায়ী জহির সওদাগের ছেলে বলে জানা গেছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ