
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ এর নব গঠিত কমিটিতে দপ্তর সম্পাদক পদে উজ্জ্ব ধর ও সহ-সম্পাদক আরিফ মঈন উদ্দিন স্থান পাওয়ায় কান্চনা ইউনিয়ন যুবলীগের উদ্যেগে এক সংবর্ধনা সভা চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের আন্দরকিল্লাস্থ অফিসে আজ ১৩ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কান্চনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক শাহীনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানা আওয়ামীলীগের সদস্য মাসুদ জাহাঙ্গীর, কোতয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাসরীফুল ইসলাম জিল্লু, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান মুরাদ লিটন, আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ, বিশু নন্দী, জানে আলম হাসান, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, কাঞ্চনা ইউনিয়ন ছাএলীগের সভাপতি মুনির হোসেন, যুবনেতা আতাউর রহমান খোকন, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ রিয়াদ,মহিবুল হাসান রবিন প্রমুখ।বক্তারা আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সম্মেলিত ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।