আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

চবি বিভিন্ন বিভাগের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে উপ-উপাচার্য (একাডেমিক)

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের একাডেমিক কার্যক্রম সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় পরিদর্শন করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এ সময় উক্ত বিভাগে সদ্য যোগদানকৃত শিক্ষকবৃন্দ ও চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো.হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য উক্ত বিভাগের একাডেমিক কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একাডেমিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। উপ-উপাচার্য শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও পড়ালেখায় আগ্রহী করে তুলতে শিক্ষকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরে উপ-উপাচার্য চবি কলা ও মানববিদ্যা অনুষদের অন্তর্ভূক্ত ইংরেজি বিভাগ, দর্শন বিভাগ এবং আরবী বিভাগ পরিদর্শন করেন এবং তাদের একাডেমিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ