
দেশচিন্তা ডেস্ক: রাঙামাটি সদর উপজেলাল জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যহাতিরা তাণ্ডব চালিয়েছে। এতে স্কুলের ফটক, বেঞ্চ ও ব্লাকবোর্ড নষ্ট হয়ে গেছে। তবে কোনো ধরনের প্রাণহানি ঘটেনি।
আবারো হাতি আক্রমণ করতে পারে এই ভয়ে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। এ ঘটনায় এলাকাবাসীর মনেও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার জীবতলি ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় অবস্থিত ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতির তাণ্ডবের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে। আমি বলেছি, ইউপি চেয়ারম্যানের সঙ্গে বসে ক্ষয়ক্ষতি পরিমাণ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে।”
জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, “৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দিবাগত রাতে বন্য হাতির পাল স্কুলের তাণ্ডব চালিয়েছে। হাতির তাণ্ডবে স্কলের ফটক, বেঞ্চ, ব্লাকবোর্ড নষ্ট করে দিয়েছে। তবে রাতে হাতির তাণ্ডবে কোনো ধরনের প্রাণহানি ঘটনা ঘটেনি।”
তিনি বলেন, “স্কুলের ক্লাস আপাতত বন্ধ রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের নিজেদের বাড়িতে অবস্থান করার জন্য বলা হয়েছে। বন্য হাতিরা দূরত্বে চলে গেলে আবারো বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হবে।”