আজ : বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ার রুপকানিয়া প্রবাসীদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সাতকানিয়ার দক্ষিণ রুপকানিয়া প্রবাসীদের উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্রগ্রাম মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। জানে আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক মোহাম্মদ ইসহাক, জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন আমীর মাওলানা মাহমুদুল হক উপজেলা কর্মপরিষদ সদস্য আয়ুব আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রবাসিরা হলো রেমিট্যন্স যোদ্ধা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। জুলাই অভ্যুত্থানে প্রবাসিরা যে অবদান রেখেছে তা জাতির কাছে স্মনণীয় হয়ে থাকবে।

এতে আরো উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন, আবদুল গফুর, ওসমান হারুন, নাছির উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, আবদুর সবুর, মোহাম্মদ হাবিব, মোহামদ মামুন, মোহাম্মদ সালা উদ্দিন সহ অন্যান্যরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ