আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা সফর, ১৪৪৭ হিজরি

উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি, আবার চট্টগ্রামে ফিরে এল বিমান

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীই নিরাপদে রয়েছেন। পরবর্তীতে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইট বিজি-১৪৮ সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও আকাশে উড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বুঝে দ্রুত ফিরে এসে সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করান পাইলট।

 

প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, সব যাত্রী নিরাপদে আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে ফেরত আসে। পরে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইট বিজি-১২২-এ স্থানান্তর করা হয়। ফ্লাইটটি সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ