
সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া খাগরিয়া মাইজ পাড়া আশরাফুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়। এতে মাইজ পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি মোঃ জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহমদ, মাইজ পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান (সিআইপি), চেয়ারম্যান, দি কিং অব জালাল গ্রুপ (ওমান)।
মাইজ পাড়া জামে মস জিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি এম.এম ওসমান ওমরীর পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মান্নান শামসী, মুফতি আনিচুর রহমান আনছারী, মাওলানা মুহাম্মদ নুরুল মুহসিন, মাওলানা আহসানুল্লাহ্ সাহেব, মাওলানা আবুল বশর চানবী সাহেব এবং হাফেজ মাওঃ মোঃ মিহাদুল ইসলাম আল হাবিব।
খবর বিজ্ঞপ্তি