আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

আজ কক্সবাজারে ইতিহাস ও সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কাল রবিবার হোটেল সিলভার সাইন অডিটরিয়ামে

দেশচিন্তা নিউজ ডেস্ক:

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের হোটেল সিলভার সাইন অডিটরিয়ামে বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চ ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) এর উদ্যোগে ইতিহাস ও সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০১৮ আগামীকাল ৪ নভেম্বর ২০১৮ রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয়: “আক্রান্ত মাতৃভাষা : আসুন প্রতিরোধ করি : মাতৃভাষা মধুর হোক সর্ব আঙিনায়।” মাতৃভাষা বাংলার প্রতি মর্যাদা ও বর্তমান প্রজন্মের কাছে এই ভাষার দরদ ও মধুময় করে তুলে ধরার লক্ষ্যে এ সম্মেলনে ৭০ জন বিশিষ্ট কবি-সাহিত্যিক, ইতিহাসবিদ বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে যোগদান করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং চট্টগ্রাম রেঞ্জের প্রাক্তন ডিআইজি ড. এস এম মনিরুজ্জামান।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের সভাপতি ড. অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ ও বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের সাধারণ সম্পাদক ও সম্মেলন উদযাপন পরিষদের চেয়ারম্যান সোহেল মো. ফখরুদ-দীন। সম্মেলনের তিন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অতিরিক্ত মৎস্য সচিব বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল করিম, বাংলা টিভির পরিচালক বিশিষ্ট ইতিহাসবিদ ড. দিনাক সোহাগী, ভারতের প্রখ্যাত লেখক ও কবি বরুণ চক্রবর্তী, ত্রিপুরার বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ ড. দেবব্রত দেবরায়, অসমিয় কবি ও অনুবাদক সংগীতা বরুয়া বারই, নেপালের বিশিষ্ট কবি নর বাহাদুর লামা, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কথাশিল্পী তারকনাথ দত্ত, একুশ মেলার অন্যতম সংগঠক মফিজুর রহমান, বাংলাদেশের বিশিষ্ট লেখক গবেষক মো. কামাল উদ্দিন, লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন আকাশ, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহামুদুল হাসান নিজামী, বিশিষ্ট কবি ও পরিবেশবিদ বিশ্বজিৎ সেন, আসামের বিশিষ্ট লেখক বিপুল কান্তি দত্ত, বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা এম এ সাত্তার, অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির, বিশিষ্ট লেখক ও কবি বাবু দুলাল কান্তি বড়ুয়া, প্রাবন্ধিক ও পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ, ভাষাবিদ ড. এম এ মোক্তাদির, ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদ প্রমুখ। সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ