দেশচিন্তা নিউজ ডেস্ক:
সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আজ ১১.৩০ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনে পীযুষ বন্দ্যোপধ্যায় লিখিত বক্তব্যে বলেন, আমাদের জাতীয় জীবনে যখনই এসেছে অমানিশার কালো ছায়া, অপশক্তি বিপন্ন করতে চেয়েছে আমাদের সম্প্রীতির সাজানো বাগান, আমরা জেগে উঠেছি। আমরা প্রতিহত করেছি, সৃষ্টি করেছি নতুন ইতিহাস। সামনে আরেকটি জাতীয় নির্বাচন আসছে। আমাদের আশঙ্কা, এই নির্বাচন সামনে রেখে অশুভ সাম্প্রদায়িক শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের কথা । আমরা ভুলিনি। ২০১৩-২০১৪ সালের স্মৃতিও আমাদের জন্য সুখকর নয়। নির্বাচন সামনে রেখে কোনো অপশক্তি যেন নতুন করে কোনো অঘটন ঘটাতে না পারে, সেদিকে আমাদের তীক্ষè দৃষ্টি রাখতে হবে। ধর্ম-বর্ণ-লিঙ্গ পরিচয়ে কেউ যেন নিগ্রহের শিকার না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাবো। মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষ, সম্মিলিতভাবে, সর্বশক্তি দিয়ে অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় বুকে নিয়ে এগিয়ে যাব। ‘আমার ভোট আমি দেব, তবে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেব’। এসময় অন্যান্যদের মধ্যে উপিস্থত ছিলেন বিএফইউজে এর সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কবি রাশেদ রউফ, জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মুজাহিদুল ইসলাম প্রমূখ। আগামীকাল ৪ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতির বক্তব্য রাখবেন বরেণ্য সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, বক্তব্য রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন সহ চট্টগ্রামের বিভিন্ন স্থরের পেশাজীবী নেতৃবৃন্দ। এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর করতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি আমরা।