
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার বাইপাস মহাসড়কে ভাটিখাইন এলাকায় কক্সবাজার মুখী প্রাইভেট কারের সাথে চট্টগ্রাম মুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ৪জন গুরতর আহত হয়। ঘটনাটি ঘটে ০৩ জানুয়ারি শুক্রবার ভোর বেলা।
নিহত হাবিব(৩০) প্রাইভেট কারের চালক।তার বাড়ি গাজীপুর জেলার পূবাইল এলাকায়।আহত ব্যাক্তিরা হলেন মামুন(৩০), নাইম(৩২), রুবেল(৩০), মামুন(২২) সকলেই গাজীপুর জেলার বাসিন্দা।
হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, শুক্রবার ভোর ৪টায় কক্সবাজার গামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পটিয়া বাইপাস সড়কের রং সাইডে চলে গেলে ঐ সময়ে বিপরীত চট্টগ্রাম মুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারের চালক ও যাত্রীদের পটিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক চালক হাবিবকে মৃত্যু ঘোষণা করেন এবং বাকী আহত ৪জনকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।ক্ষতিগ্রস্হ প্রাইভেট কারটি হাইওয়ে পুলিশের কাছে আছে। ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।