
এস এম জাকারিয়া মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মীরসরাই উপজেলার প্রশিক্ষণ সম্পাদক কাজী মাও. আবু বকর এর পরিচালনায় এই সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় নির্বাচন পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার আমীর মাও নূরুল কবীর।
উক্ত সভায় রোকনদের সর্ব সম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য যারা মনোনীত হলেন –
আমীর – মোহাম্মদ শিহাব উদ্দিন; সেক্রেটারি – মাও. মোহাম্মদ একরামুল হক; সহ সেক্রেটারি, সমাজ সেবা, শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক – মোহাম্মদ ফারুক হোসেন; বাইতুলমাল ও পেশাজীবী সম্পাদক – মোহাম্মদ আলাউদ্দীন; অফিস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – মিঠুন আলী; তথ্য, মিডিয়া ও আদর্শ শিক্ষক ফেডারেশন – এস এম জাকারিয়া; ওলামা বিভাগীয় সম্পাদক – মাও. শাহেদুর রহমাম, যুব বিভাগীয় সম্পাদক – মাও. ইব্রাহীম।
পরিশেষে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণে কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে এবং দেশ-জনতার জন্য দোয়া করে সভার সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল কবীর।