
দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এই প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে বায়েজিদ থানার স্থানীয় অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বায়েজিদ থানা জামায়াতের আমির জাকির হোসেনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মুহাম্মদ ফজলুল কাদের, থানা শুরা সদস্য হাফেজ আবুল মানসুর, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আরও বলেন, আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের কাজ করা। আর আমাদের দেশের প্রতিটি মসজিদ হবে দ্বীন চর্চার কেন্দ্র, ইসলাম প্রচারের ও প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু। সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমাজে কাজ করতে হবে।
তাই আজকে আমাদের উপর নতুন দায়িত্ব এসেছে এই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে হবে। কারণ এই দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমরা দুনিয়াতে সফল আখিরাতেও সফল।