ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তা প্রতিরোধ ও করণিয় বিষয়ক ধারনা দিতে পটিয়া পুলিশ প্রশাসন ডেইরি ফার্ম মালিকদের সাথে থানার মাঠ প্রাঙ্গনে ২১ নভেম্বর এক মতবিনিময় সভা আয়োজন করেন।
একশর অধিক ডেইরি,খামারীদের উপস্থিতিতে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, পুলিশ আপনাদের পাশে আছেন। প্রয়োজন হলে গরু চুরি সহ রাতের বেলায় বিভিন্ন আপরাধ কর্মকান্ড প্রতিরোধ করতে পুলিশ টহল বৃদ্ধি করবো।
পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন ব্যবসার নিরাপত্তার স্বার্থে আপনারা সিসিক্যামেরা লাগান, অপরাধ ঘটলে তা তদন্তের স্বার্থে সহায়ক ভূমিকা পালন করবে। কোন অঘটন ঘটলে সাথে সাথে তা পুলিশকে জানাবেন। অপরাধী কে ধরতে পুলিশ সবসময় সহযোগিতা করবে।
পটিয়া উপজেলা ডেইরি এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ রাসেল বলেন, পুলিশ টহল টিম বৃদ্ধি করতে হবে। খবর পাওয়া মাত্র পুলিশ দ্রুত ঘটনা স্হলে পৌঁছাতে হবে। উপজেলার গুরত্বপূর্ণ সড়কগুলতে চেক পোস্ট বসানো।
ডেইরি এসোসিয়েশন সাধারণ সম্পাদক কফিল উদ্দিন কাইয়ুম বলেন, উপজেলার প্রধান প্রধান ইউনিয়ন সড়ক গুলতে রাত্রিবেলায় কড়া নজরদাড়ি রাখা। সন্দেহ হলে তা চ্যালেন্জ করা। খামরিরা বলেন, কিশোর গ্যাং, চিছকে চোর, বখাটে যুবক, মাদকব্যবসায়ীদের গ্রেপ্তার করে সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এতে আলোচনায় অংশ নেন খামারি আমিনুল ইসলাম, রেদোয়ানুল, ইব্রাহিম, বাবুল, মওলানা শফি, মনির আহমদ, ফারহানা ইসলাম, রবিন দাশ, কুতুব সহ আরো অনেক।