
এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চিকিৎসা সেবা আধুনিকায়ন এবং উন্নত সেবা দানের প্রত্যয় নিয়ে পথচলা শুরু করেছিলো চট্টগ্রামের মীরসরাইয়ে “সেবা আধুনিক হাসপাতাল”। দেখতে দেখতে হাঁটিহাঁটি পা পা করে তাদের সেই পথচলায় চিকিৎসা সেবায় এক দশক পূর্তি উদযাপন করলো।১০ মে শুক্রবার মীরসরাই পৌর সদরে অবস্থিত হাসপাতালটি এই দিনে নিজস্ব ভবনে স্থানান্তর ও ১ দশক পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন।
মীরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে পরিচালিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল মনিরুল ইসলাম, মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। এসময় আরো বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক আব্দুর রহমান ঈসান, গাইনি কনসালটেন্ট ডা. জেসমিন আক্তার।
উক্ত বার্ষিকি অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্ত রায়, সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, গরিব ও অসহায় রোগীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে সেবা আধুনিক হাসপাতাল, কারণ এরই মধ্যে হাসপাতালটি তাদের সেবাকে উন্নত করণে সংযোজন করেছে বিভিন্ন উন্নত প্রযুক্তির।
এসময় তারা আরো বলেন, সেবা আধুনিক হাসপাতাল গত দীর্ঘ ১ দশক ধরে সুনামের সাথে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে, আগামী দিনগুলোতেও তারই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।