
সুয়াইফুল হক, ঈদগাঁও-রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনে গ্যাস সিলিন্ডারের আগুনে ২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।বুধবার (২০ মার্চ ) দুপুর ২ টা নাগাদ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রামু ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সুমেন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার ঈদগাঁও বাজারের ঈদগাঁও বাস স্টেশনের সাহাব উদ্দিনের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। পরে নিমিষেই পাশ্ববর্তী তার ভাই শাহজাহানের দোকানেও আগুন ছড়িয়ে পড়লে শুষ্ক মৌসুম হওয়ায় মূহুর্তে সব পুড়ে যায়।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ২ টি দোকানেরই সবকিছু পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে ছিল, ১টি গাড়ির সিট বাইন্ডিংএর দোকান এবং অন্যটি চোলা-মূড়ি ও চা বিক্রির দোকান। ২ টি দোকানে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ছিল বলে জানা গেছে।