আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় পাহাড়ি চাঁদাবাজি সন্ত্রাসী আটক ১ : ৩ মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে পাহাড়ি সশস্ত্র গ্রুপের সাথে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এতে ৩ মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে উত্তপ্ত  জনতা।

 

সন্ত্রাসীদের ১ জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। সন্ত্রাসীর সাথে সংঘর্ষে খামারের দায়িত্বে থাকা তিনজন আহত হয়। আহতরা হলেন- মোহাম্মাদ কামাল (২৫), নুরুল ইসলাম (২৩) ও মোহাম্মদ মুন্না (৪৫)। ১৮ মার্চ সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বৈতারণী গ্রিন ওয়ার্ল্ড এগ্রো খামারে এ ঘটনার সুত্রাপাত ঘটে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে মংশি মারমা (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মংশি মারমা বান্দরবানের সদর উপজেলার গোয়ালিয়া খোরা রোয়াজির পাড়া এলাকার মংশু মারমার ছেলে।

গ্রীন ওয়ার্ল্ড এগ্রো খামারের পরিচালক মোঃ বোরহান উদ্দিন বলেন, পাহাড়ি সন্ত্রাসী একটা গ্রুপ আমাদের কাছ হতে গত রবিবার রাতে আমাদের থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা না দেওয়ায় সোমবার সকালে ১০/১২ জনের একটা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের খামারে হামলা করে। এসময় আমাদের খামারে কর্মরত তিনজন আহত হয়। তাৎক্ষণিক আমরা এলাকাবাসীকে জানালে সবাই একসাথে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা মোটরসাইকেল পেলে পালিয়ে পাহাড়ে আত্মগোপন করে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, খামারে চাঁদাবাজি করতে আসা কয়েকজন চাঁদাবাজকে স্থানীয়রা ধাওয়া করেছে; এমন খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা চাঁদা আদায়ে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ