আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপির সঙ্গে বেহেশতেও যাওয়ার ইচ্ছে নেই -কাদের সিদ্দিকী

দেশচিন্তা ডেস্ক :  জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ব‌লেছেন, আল্লাহ রাব্বুল আল আমিন আমাকে য‌দি বিএনপি-জামায়া‌তের সঙ্গে বেহেশতেও নিতে চান আমি তাও যাবো না।

আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে য‌দি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সঙ্গেও বেহেশতে যেতে চাই না। রবিবার (৩ মার্চ) ‘২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরো ব‌লেন, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে না আসেন ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তি‌নি দিতে পারেন না। এতে যদি আমার ফাঁসিও হয় আমি সেখানেও এ মন্তব্য করবো।

তারপরও কোনোভা‌বেই বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব আমি মেনে নেবো না। এ সময় আ স ম আব্দুর রবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি দেশের জনগণের মুক্তির জন্য তাদের নেতৃত্ব দেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে আছি। আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এই নির্বাচনে আমি একজন পরাজিত সৈনিক। আমার ধারণা ছিল মানুষ ভোট দিতে যাবে। এত অনুরোধেও আমার দলের নেতাকর্মীদের অর্ধেকও এই নির্বাচনে ভোট দিতে যায়নি।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি শেখ হাসিনাকে গদিতে বসাতেও আসিনি, আবার গদি থেকে সরাতেও আসিনি। বর্তমানের আওয়ামী লীগ ভাষাণী বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। এ আওয়ামী লীগ লুটপাটের আওয়ামী লীগ। সে জন্যে দেশের জনগণের কাছে ক্ষমতা আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জেএসসির সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ