আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নজরুল ইসলাম চৌধুরীর প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম -১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মোট ৭ জন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের মৌলভীর দোকান কালিয়াইশ ইউনিয়ন আওয়ামিলীগে উদ্যোগে মিষ্টি বিতরণ করেন চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের অনেক এলাকায়।

 

কালিয়াইশ ইউনিয়নে মিষ্টি বিতরণে উপস্থিত কালিয়াইশ ইউনিয়ন আওয়ামিলীগে সভাপতি নুরুল হাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দিন, চন্দনাইশ উপজেলা আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা হেলাল উদ্দিন , আনোয়ার হোসেন অভি, রহিম সওদাগর।

 

কালিয়াইশ ৭ নং ওয়ার্ডে মেম্বার আমীর হোসেন বলে দীর্ঘদিন পর অবহেলিত চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী হওয়া আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম ও ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু। কেঁওচিয়া ইউনিয়নে চেয়ারম্যান ওসমানী আলী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ